মালদা

আম চুরিতে বাধা দেওয়ায় তিন আম চাষিকে মারধরের অভিযোগ

আম চুরিতে বাধা দেওয়ার কারণে দুষ্কিতের হাতে আক্রান্ত হলেন ৩ আম চাষী। মালদার কালিয়াচক থানার আলিপুরের ঘটনা। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

    জানা যায়, ঘটনায় আহতদের নাম দাবিরুদ্দিন মোমিন, এনামুল মোমিন, আনোয়ার মোমিন। পরিবার সূত্রে জানা যায়, এদিন কয়েক জন দুষ্কৃতি গাছ থেকে আম লুটপাট করছিলো। সেই সময় এরা সকলে তাদের বাধা দেয়। সেই সময় এদেরকে লাঠি রড দিয়ে হামলা করে দুষ্কৃতিরা বলে অভিযোগ। এরপর আহতদের উদ্ধার করে গ্রামবাসীরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তদ্নতে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।

    এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে কাবিরুদ্দিন আহম্মেদ জানান, তারা লিচু বাগানে লিচু ভাঙছিল। সেই সময় হঠাৎ করে আম বাগান থেকে আওয়াজ আসল। দেখি সেখানে বেশ কয়েকজন আম ভাঙছিল। তাদের মানা করি তারা সেই সময় চলে যায়। পরে তারা দলবল নিয়ে এসে আমাদের উপর লাঠি সোটা ধারাল অস্ত্র নিয়ে চরাও হয়। ব্যাপক মারধর করে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/Vt6Fviclm1c